চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংযোগ ও সেবার মানে সন্তুষ্ট গ্রাহক


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংযোগসহ অন্যান্য সেবায় সন্তুষ্ট গ্রাহকরা। সমিতির বর্তমান জিএম এবং ডিজিএম (কারিগরি) সহ সবার আচার-ব্যবহার ও সংযোগের বিষয়ে শতভাগ স্বচ্ছতা পাওয়ায় সন্তুষ্ট রয়েছে গ্রাহকরা। বিশেষ করে জিএম এবং ডিজিএমের বিষয়ে গ্রাহকদের আলাদা সম্মান রয়েছে। এমনটাই জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসে আসা গ্রাহকরা।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গ্রাহকরা অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিকতায় সন্তুষ্ট। সমিতির গ্রাহকদের সেবার মান দিন-দিন বাড়ছে। গত কয়েক বছরে গ্রাহক সেবার মান অনেক বেড়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় প্রতিনিয়ত গ্রাহকরা অফিসমুখী হয়ে উঠছে। দালালদের স্মরণাপন্ন না হয়ে এখন গ্রাহকরা সরাসরি অফিসে যোগাযোগ করছে। এক সময় পল্লী বিদ্যুৎ অফিস দালালদের উৎপাতের কারণে গ্রাহকদের হয়রানি হতে হয়েছে। বর্তমান জিএমের দক্ষ নেতৃত্বের কারণে মানুষ এখন অফিসে সরাসরি যাচ্ছে, ফোন করছে।
ঠিকাদার রমিজ বলেন, বর্তমানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যেসব কর্মকর্তা রয়েছেন তারা অত্যন্ত সৎ এবং দক্ষতার সাথে সমিতি পরিচালনা করছেন। কোন প্রকার অনিয়ম বর্তমান জিএম ও ডিজিএমের সময়ে হয়নি। শেখ হাসিনা সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজ করছে। আমরা সমিতিকে সবভাবে সহযোগিতা করছি।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোহাম্মদ আবু তাহের বলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কোন প্রকার অনিয়ম ও অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। নিয়মানুসারে আবেদনকারী সবাইকেই বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ আবেদন করে বিদ্যুৎ পাচ্ছে। বর্তমান সরকার যেভাবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবার মান শতভাগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সে লক্ষ্যেই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজ করছে। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন সময় নিয়মাবলী মাইকিং করে জনসচেতনা করে হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকদের উত্তম সেবা দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

১৭ সেপ্টেম্বর, ২০১৯।