চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর শোক সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি, প্রেসক্লাবের আজীবন সদস্য ও চাঁদপুরের কৃতী সন্তান সাংবাদিক রুহুল আমিন গাজীর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে শোক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, নির্বাহী সদস্য মনির চৌধুরী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন।
আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক শওকত আলী, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ গুণরাজদী ক্যাম্পাসের ইনচার্জ নাছির উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁদপুরের কো-অর্ডিনেটর মো. ইব্রাহীম খলিল, ছাত্র নেতা জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সদস্য আব্দুস শুক্কুর মস্তান।
বক্তারা স্মৃতিচারণ করেন বলেন, রুহুল আমিন গাজী একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি সবপন্থীদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে শ্রদ্ধা স্থানে রেয়েছেন। এ জাতিকে নিয়ে রুহুল আমিন গাজী অনেক স্বপ্ন দেখেছেন। তিনি একজন গুণী সাংবাদিক ছিলেন। একজন ভালো মানুষ ছিলেন। তিনি নিজের জন্যে তেমন কিছু রেখে যেতে পারেননি। রুহুল আমিন গাজী রেখে গেছেন তার সততা। তাঁর আদর্শকে আমরা অনুসরণ করবো। তিনি চাঁদপুরের কোন সাংবাদিক ঢাকা প্রেসক্লাবে আসছে শুনলে ব্যকুল হয়ে যেতেন। রুহুল আমিন সাংবাদিকদের নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে চাঁদপুরকে অনেক কিছু অর্জন করিয়ে দিতে পারতেন। তিনি খুব সাহসী সাংবাদিক ছিলেন। তিনি সবাইকেও সাহস রেখে সাংবাদিকতার কথা বলতেন। তিনি শেষ পর্যন্ত কলম ধরে রেখেছিলেন সাহসের সাথে।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর অ্যাড. শাহজাহান খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটওয়ারী, ফরিদুল ইসলাম, সিহাবুদ্দিন সেলিম, মিজানুর রহমান, জামায়াত নেতা বেলায়েত হোসেন শেখ, সাইফুল ইসলাম সবুজ, জুবায়ের হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুল ইশায়াতিল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক মাও. আফসার উদ্দিন মিয়াজী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য আহমদ উল্যাহ।

০১ অক্টোবর, ২০২৪।