পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর পর্দা উঠবে দুবাইয়ে।

 মহিউল করিম আশিক,আরব আমিরাতঃ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর পর্দা উঠতে যাচ্ছে দুবাইয়ে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠছে পিএসএলের প্রথম আসরের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ঘরোয়া টি২০ টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করার সাহস দেখাতে পারেনি। তাই মরুর দেশ সংযুক্ত আরব অমিরাতের দুবাইয়ে বসছে পিএসএলের প্রথম আসর। উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের প্রতিপক্ষ কোয়েটা। দু’দলই তারকায় ঠাসা। সম্প্রতি ভারত সিরিজে সেঞ্চুরি হাঁকানো অস্ট্রেলিয় তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন আছেন ইসলামাবাদে। এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় দাপিয়ে বেড়ানো ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলও রয়েছেন ওয়াটসনের সঙ্গে। অভিজ্ঞতায় বড় নাম মিসবাহ-উল-হকও রয়েছে তাদের দলে।
সব ফরম্যাটে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হাডিন, ইংল্যান্ডের স্যাম বিলিংসও রয়েছে ইসলামাবাদে। দলটি দেশি খেলোয়াড়দের মধ্যে টেনেছেন মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সামি, বাবর আজমদের। তাই বলা যায়, ইসলামাবাদে ব্যাটিং গভীরতা যেমন একইভাবে বোলিংয়েও ভারসাম্য রাখার চেষ্টা করেছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে বিদেশীদের মধ্যে সবচেয়ে বড় নাম কুমার সাঙ্গাকারা। অবসর নিয়ে গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। অলস্টারস সিরিজ থেকে বিপিএল এরপর পিএসএল। সাঙ্গাকারার ফর্ম সেই আগের মতোই আছে। একই দলে তার সঙ্গে খেলবেন কেভিন পিটারসেন। ব্যাট হাতে যিনি বোলারদের স্রেফ খুন করেন! এদের সঙ্গে যোগ দেবেন সদ্য সাবেক হওয়া জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা এবং সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। দেশী তারকাদের মধ্যে অবশ্যই বড় নাম আহমেদ শেহজাদ, জুলফিকার বাবর এবং উমর গুল।
এই লিগে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকু রহিম। পেশোয়ার জালমির হয়ে খেলবেন হার্ড হিটার ওপেনার তামিম। অন্যদিকে করাচি কিংসের হয়ে লড়বেন সাকিব ও মুশফিক। বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুরকে দলে টেনেছিল লাহোর কালান্দার্স। তবে ইনজুরির কারণে সেখানে খেলতে পারছেন না এই কাটার বিশেষজ্ঞ।
বৃহস্পতিবার থেকে লড়াই শুরু হলেও বাংলাদেশি ক্রিকেটারদের মিশন শুরু হবে শুক্রবার থেকে। দিনের প্রথম ম্যাচে সাকিব-মুশফিকের করাচি কিংস মোকাবেলা করবে লাহোর কালান্দার্সের। অন্যদিকে রাতের ম্যাচে তামিম ইকবালের পেশোয়ার জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্রাড হাডিন, শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ, বাবর আজম, ইমরান খালিদ, কামরান গোলাম, উমর আমিন, স্যাম বিলিংস, রুম্মান রইছ, আমাদ বাট।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ, কেভিন পিটারসেন, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল, এলটন চিগুম্বরা, বিলাল আসিফ, আসাদ শফিক, মোহাম্মদ নওয়াজ, সাদ নাসিম, মোহাম্মদ নবী, বিসমিল্লাহ খান, কুমার সাঙ্গাকারা, আইজাজ চিমা, রমিজ রাজা জুনিয়র।