ফরিদগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ

sdr

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী এলাকায় বিজি মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সম্মননা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের পরিচালনা ও প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ মুকবুল আহাম্মেদ বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাড. মো. আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন, পরিচালক অ্যাড. আ ফ ম রেজাউল করিম।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীসহ প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মননা ও মেধাবৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।