ফরিদগঞ্জে ড্রেজার করা ঝিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুারো
ফরিদগঞ্জে ড্রেজার করা ঝিলের পানিতে ডুবে নেয়ামত (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বন্ধুদের সাথে ঝিলে গোসল করতে গিয়ে আর ফেরা হয়নি নেয়ামতের। ৬ বছর আগে মা-বাবার কোল আলোকিত করে নিয়ামত হিসেবে আসলেও নেয়ামতকে আর ধরে রাখা গেলো না। নেয়ামতের খেয়ানতে শোকাহত তার পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে তার আত্মীয়-স্বজনের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, উপজেলার ১৫নং রুপসা ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের নবীর হোসেনের ছেলে নেয়ামত বন্ধুদের সাথে ঝিলের পানিতে গোসল করতে যায়। সেখানেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায়। ঝিলের মালিক সাইফুল এ প্রতিনিধিকে বলেন, দুপুর ১ টার দিকে আমি ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটি ছেলে পানির কাছে দাঁড়িয়ে আছি। তাকে প্রশ্ন করলাম এখানে একা দাঁড়িয়ে আছে কেন। ছেলেটি বললো নেয়ামত ডুব দিয়েছে। তখনই আমি চিৎকার করে পানিতে ঝাঁপিয়ে পড়লাম এবং তাকে খুঁজতে লাগলাম। আমার দেখাদেখি আরো কয়েকজনও পানিতে নেমে তাকে খুঁজতে লাগলো। অবশেষে আমিই তাকে পানির নিচে খুঁজে পেলাম। উপরে উঠিয়ে তাকে দ্রুত উপজেলার চতুরা হাসপাতালে নেওয়া হয়।
নেয়ামতকে পানি থেকে উঠিয়ে দ্রুত ফরিদগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। অল্পপানিতে ডুবে মারা যাওয়ার কথা নয়। আশঙ্কা করা হচ্ছে নেয়ামত ভুল করে ড্রেজার করা স্থানে চলে যাওয়া পর আর ফিরে আসতে পারেনি। উল্লেখ কয়েক বছর আগে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে ঝিল বানিয়ে তাতে মাছ চাষ করা হচ্ছে।