ফরিদগঞ্জ ব্যুরো
দৈনিক চাঁদপুর খবরের সাফল্যের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।
চাঁদপুর খবরের অফিস প্রধান এসএম ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, সিনিয়র সাংবাদিক এমকে মানিক পাঠান, নূরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, আমান উল্লা আমান, জাকির হোসেন সাঈদ, নারায়ন রবি দাস, শিমুল হাছান, রিফাত কান্তি সেন, চাঁদপুর খবর ফরিদগঞ্জ প্রতিনিধি মামুন হোসাইন, স্বাধীন বাংলা উপজেলা প্রতিনিধি এমএইচ রাকিব মিয়াজী প্রমুখ।
২৩ ডিসেম্বর, ২০২০।