ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে নিশি বেগম (২২) নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিশির শাশুড়ি ফজর বানু গত ২৯ নভেম্বর ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (নং-১৩৫৯) করেন। নিশি উপজেলার গাব্দেরগাঁও গ্রামের মুন্সি বাড়ির মৃত তাফাজ্জল হোসেনের ছেলে কাতার প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা গেছে, প্রায় ৩ বছর আগে উপজেলার ঘোড়াশালা গ্রামের সেলিমের মেয়ে নিশি বেগমের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে সেলিমের বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর জসিম জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমায়। তাদের দাম্পত্য জীবনে নিশাদ হোসেন নামে দেড় বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। জসিম উদ্দিন প্রবাসে থাকাবস্থায় নিশি প্রায় তার পিত্রালয়ে আসা-যাওয়া করতো। ইতোমধ্যে গত ৯ নভেম্বর নিশাদকে নিশির পিত্রালয়ে রেখে সে তার পিত্রালয় থেকে ঢাকায় অবস্থিত তার মামার বাসায় যাবার কথা বলে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে নিশির নানা প্রবাসে অবস্থান করা জসিম উদ্দিনকে মোবাইলে জানান।
পরবর্তীতে জসিম তার মা ফজর বানুকে বিষয়টি জানানোর পর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজির পর না পেয়ে গত ২৯ নভেম্বর ফরিদগঞ্জ থানায় ফজর বানু একটি সাধারণ ডায়রি করেন।