ফরিদগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু


রুহুল আমিন খাঁন স্বপন
ফরিদগঞ্জ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. আবুল খায়ের (৫০) এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় ঝড়ের কবলে পড়া বিদ্যুৎ লাইনের তারের ওপর পড়ে থাকা নারকেল গাছের পাতা কাটতে যান, হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে গাছ থেকে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর বাড়ি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামে পাটওয়ারী বাড়ির বাসিন্দা। মাত্র দুই মাস আগে ছেলে আবু সাঈদকে বিদেশ পাঠান আবুল খায়ের। ফাতেমা বেগম ও জাকিয়া বেগম নামে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে রেহানা বেগম বাবা মায়ের সঙ্গে থাকে।
মাদরাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান জানান, নিয়মিত সময়ে মাদরাসায় আসতেন শিক্ষক আবুল খায়ের। তিনি ছিলেন বিনয়ী। এদিকে, এমন একজন গুণী শিক্ষকের আকষ্মিক মুত্যুতে ওই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।