ফরিদগঞ্জ ব্যুরো
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা ও রিনা নসরিন, যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, সদস্য ইকবাল হোসেন, যুবলীগের সিনিয়র যুগ্ম অহ্বায়ক হাজি সফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মিলন, মাহবুবুর রহমান পাটওয়ারী, সদস্য হাজি দেলোয়ার হোসেন, ডা. নন্দন কুমার জয় প্রমুখ।