বালিয়া উবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাকে জানাই অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাকে জানাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিদ্যালয়ের হলরুমে সপ্তম শ্রেণি পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটি প্রতিনিধি দলের ছাত্র-ছাত্রীরা দু’জন মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দেশ স্বাধীনতা নিয়ে ও বঙ্গবন্ধুর জীবনি নিয়ে উভয়জনদের মধ্যে প্রশ্নত্তোর নিয়ে কথা বার্তা এবং বিভিন্ন ইভেন্টের আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক বেপারীর সভাপতিত্বে ও শিক্ষক মো. মজিবুর রহমান শেখের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আ. হামিদ কবিরাজ ও মুক্তিযোদ্ধা হাজি মো. লোকমান খান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, অভিভাবক প্রতিনিধি ডা. হারুনুর রশিদ, শিক্ষক মো. সৌরভ, নজীর আহম্মেদ, শরীফ আহম্মেদ, মাও. খলিলুর রহমান, মো. রাশেদসহ বিদ্যালয়ের সব শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

০১ অক্টোবর, ২০১৯।