হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে দলীয় সভাপতি প্রার্থী আলহাজ সিদ্দিকুর রহমানের জনসমর্থনে বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় রামচন্দ্রপুর বাজারে এ শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ সিদ্দিকুর রহমান।
আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোডাউনটি রামপুর উত্তর বাজার থেকে বের হয়ে রামপুর দক্ষিণ বাজার ও পশ্চিম বাজার প্রদক্ষিণ করে পথসভাস্থলে এসে শেষ হয়। এরপর প্রবীণ আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আব্দুস ছামাদ মিয়াজী, তার প্রার্থীতা প্রত্যাহার করে সভাপতি হিসেবে আলহাজ সিদ্দিকুর রহমানকে সমর্থন করে বক্তব্য রাখেন।
এ সময় আলহাজ সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শে আনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়ি। এরপর থেকে একজন কর্মী হিসেবে আজ পর্যন্ত দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করেছি। সেই সাথে দলীয় এজেন্ডা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সকল কর্মসূচী বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
পদ-পদবি ছাড়াই স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের সাথে থেকে সব স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ গ্রহণ করেছি এবং এখনো করছি। সেই সাথে এলাকার সব পর্যায়ের নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তবে পদ থাকলে যেকোন কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। তাই দলীয় নেতাকর্মীদের অনুরোধে প্রার্থীতা ঘোষণা করেছি।
ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ বকুলের সঞ্চালনায় পথসভা আরো বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মুন্সী, আব্দুল খালেক, ছেফায়েত উল্যাহ্ মুন্সী প্রমুখ। এ সময় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মুন্সী, বাহাউদ্দিন, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, তৈয়ব আলী কয়েল, ইউনিয় যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী ছৈয়দুর রহমান চৌধুরী নয়ন, যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাছের সুমন, যুবলীগ নেতামো. মোস্তফা কামালসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।