মতলব উত্তরে সবজি চাষে ঝুঁকছে কৃষক


মনিরুল ইসলাম মনির
আবহাওয়া অনুকূলে থাকা, কম পরিশ্রম ও অল্প পুঁজিতে ভালো ফলন এবং দাম ভালো পাওয়ায় মতলব উত্তরে দিন দিন বাড়ছে সবজি চাষ। ছাড়িয়ে যাচ্ছে লক্ষ্যমাত্রা। ফলন ও দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা।
কৃষি বিভাগ বলছে, শস্য বিন্যাসের পাশাপাশি চাহিদা ও উৎপাদন কাছাকাছি থাকায় সবজির ভালো দাম পাচ্ছেন চাষিরা। শুধু তাই নয়, কৃষকদের সবজি চাষে আগ্রহী করতে মাঠ দিবসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। এ কারণে এ বছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের কৃষক রবিউল ও কৃষক মান্নান জানান, আগে তারা শুধু ধান চাষে নির্ভরশীল ছিলেন। কিন্তু গেল কয়েক বছর ধরে ধানের পাশাপাশি সবজিও আবাদ করছেন। কম পরিশ্রম ও অল্প পুঁজিতে ভালো ফলন এবং দাম ভালো পাওয়ায় সবজির চাষাবাদ দিন দিন বাড়ছে।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, শস্য বিন্যাসের পাশাপাশি চাহিদা ও উৎপাদন কাছাকাছি থাকায় কৃষকরা সবজিতে ভালো দাম পাচ্ছেন। এখন বাজারে সব ধরনের ফসলের উৎপাদন সমান হওয়া এ অঞ্চলের কৃষকরা আগের তুলনায় সবজি আবাদে ঝুঁকে পড়ছে।
অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি আবাদ হয়েছে। এবার আবহাওয়া পুরোপুরি সবজি আবাদের অনুকূলে আছে।