মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা কর্নার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্নার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা কর্নার দু’টি কর্নার উদ্বোধন করা হলো। এর মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে জানতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্নারগুলোতে যেসব ছবি সংযোজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তারা এতো কষ্ট করে এ সফল আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, এফবিসিসিআই’র সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারসহ অন্যরা।
০৭ এপ্রিল, ২০২৪।