মতলব দক্ষিণে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

তথ্য অধিকার আইনে সব নাগরিকের জানার অধিকার রয়েছে
………….তথ্য কমিশনার সুরাইয়া বেগম
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যে কোন তথ্য জানা সব নাগরিকের অধিকার। যেকোন তথ্য জানতে চাইলে নিয়ম অনুযায়ী তাকে দিতে হবে। জনগণের তথ্য অধিকার আইনে সরকারের উন্নয়নমূলক কর্মকা- সম্পর্কে জানার অধিকার রয়েছে।
তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কমকা- সম্পর্কে জনগণকে তুলে ধরাও আমাদের সবার নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজগুলো জানানো নাগরিক হিসেবে আপনার কর্তব্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, একান্ত সচিব একেএম হেদায়েতুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান, থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।