মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহাম্মদ ও মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার।
এছাড়া মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৩ মার্চ, ২০২৫।