মধুসূদন উবিতে মশা নিধনে স্প্রে ও গণসচেতনতা সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে মশা নিধনে স্প্রে প্রদান ও গণসচেতনতা সভা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
তিনি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে আতংকিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেসব জায়গায় পানি জমে থাকে সেসব পানি ফেলে দিতে হবে। ঘরের আঙ্গিনা ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার রাখতে হবে। মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। সচেতনতা বৃদ্ধি ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। গুজবের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে গুজব ছড়ানো হচ্ছে। তোমরা ঠিকমতো বিদ্যালয়ে আসবে। গুজবে কান দিবে না।
সভায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য তমাল কুমার ঘোষ, প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, অভিভাবক সদস্য জাকির হোসেন খান শিপন, শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, ওহিদুর রহমান লাবু, দিলীপ দেবনাথ প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের আঙ্গিনা, বিভিন্ন ঝোপ-ঝাড় ও ক্লাশরুমে মশার স্প্রে ছিটানো হয়।

৩০ জুলাই, ২০১৯।