মাদ্রাসা রোড ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর বড়স্টেশন মাদ্রাসা রোড ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামছুল আলম সূর্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুস্তাফিজুর রহমান।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শাহ-আলম মিজি, আইনুল মাল, মুনসুর সরকার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হানিফ চোকদার, মাসুদ খান, জাকির প্রধানিয়া, আমিন কুড়ালি, জসিম মোল্লা, সম্রাট বেপারী, রাসেল মিজি, মনির গাজী, জীবন গাজী, হারুন, রফিক দেওয়ান, সুমন, রাকিব ও রায়হানসহ আরো অনেকে।

১৫ জানুয়ারি, ২০২৫।