ভোরের চোখ, নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে এক কোটি টাকার জাল নোটসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ক্ষুদে বার্তায় বলা হয়, বনশ্রী ও জুরাইন এলাকায় অভিযান চালিয়ে র্যাব এক কোটি টাকার জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।
ভোরের চোখ২৪/আরজে