রাসুল (দঃ) প্রেমের পুর্বশর্ত তাওয়াজ্জু গ্রহণ।

আব্দুল্লাহ আল মামুন, আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জশনেজুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটিবাংলাদেশ আমিরাতস্থ শাখা সমূহের উদ্যোগে বিশাল এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ জানুয়ারি) বাদে মাগরিব হতে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্নময়দানে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, আমিরাতে সফররত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ,আওলাদে রাসূল, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহআহমদী মাদ্দাজিল্লহুল আলী।কমিটির সাংগঠনিক তদারক পরিষদের আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ সিকদারেরসভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির এশায়াতউপ-পরিষদের আহবায়ক মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও শারজাহ শাখার সচিব মাওলানামুহাম্মদ মাহাবুল আলম বোগদাদী ছাহেব।মাহফিলে আমিরাতের প্রতিটি প্রদেশ থেকে প্রধান অতিথিকে এক নজর দেখার জন্যপ্রবাসী বাংলাদেশি ও আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলিমেরা মাহফিলপ্রাঙ্গনে সমবেত হলে মাহফিল স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।প্রকৃত রাসুল (দঃ) প্রেমের পূর্বশর্ত তাওয়াজ্জুহ্ গ্রহন উল্লেখ করে প্রধানঅতিথি বিশাল ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে হাজার হাজার মুসলিম জনতার উদ্দেশ্যেবলেছেন, একজন ঈমানদার নর নারীর মূলধন মহান আল্লাহ ও তাঁর প্রিয় হাবীবছল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর ভালোবাসা। ঈমানদারের প্রত্যেক আমলের ভিত্তিহতে হবে আল্লাহ ও তাঁর প্রিয় হাবীবের ভালোবাসার উপর। পরিবার, পরিজন, ধন-সম্পদ,সন্তান-সন্ততি, মা-বাবা, এমনকি নিজের প্রাণের চেয়েও আল্লাহ ও তাঁর প্রিয়হাবীবকে অধিক ভালোবাসতে হবে। আল্লাহ ও রাসূলের ভালোবাসা অন্তরে লালন পালনেরজন্য আবশ্যক অভ্যন্তরিন পরিশুদ্ধি বা বিশুদ্ধ কলব। পবিত্র হাদীছ শরীফ দ্বারাপ্রমাণিত হয় যে, প্রিয় রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামেরঅন্তরে বিভিন্নভাবে তাওয়াজ্জুহ্র মাধ্যমে নুরে বাতেন প্রদান করে আল্লাহ ওরাসুলের (দঃ) এর প্রকৃত প্রেম সৃষ্ঠি করে দেন, যার ফলে তারা মুমিনে কামিলহয়েছেন এবং শরীয়তের মাপকাঠি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বর্তমান যুগেও অন্তরকেপরিশুদ্ধ করে সত্যিকার আল্লাহ ও রাসূল (দঃ) এর প্রেমিক হওয়ার জন্য গাউছুলআজমের তাওয়াজ্জুহ্র মাধ্যমে নুরে বাতেন গ্রহণ করতে হবে। কেননা মানুষেরঅভ্যান্তরিন পরিশুদ্ধির জন্য হক্কানী রাব্বানী পীর মাশায়েখদের সীনা-ব-সীনাতায়াজ্জুহ তথা অন্তর দৃষ্টি গ্রহনের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহ ও রাসুলেরপ্রকৃত প্রেম সৃষ্ঠি হয়। মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের হাজার হাজারযুবক-কর্মীরা এই তাওয়াজ্জুহ গ্রহণ করে দ্বীন ইসলামের প্রকৃত অনুসারী হয়েছেনএবং হচ্ছেন ইউরোপ আমেরিকার মত দেশেও এই তরিক্বতেরযুবকরা দাঁড়ি, টুপি,মিসওয়াকসহ সুন্নাতে নববী পালন করছেন। তাদের এই পরিবর্তনের অন্যতম কারণ গাউছুলআজমের তাওয়াজ্জুহ্র মাধ্যমে নুরে বাতেন গ্রহণ। তাই তিনি এ তাওয়াজ্জুহ্রমাধ্যমে নুরে বাতেন গ্রহণ করার জন্য মুসলিম মিল্লাতের প্রতি উদাত্ত আহবানজানান।উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাত এর ইতিহাসে বাংলাদেশিদের এটি সর্ববৃহৎ পবিত্রজশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) জমায়েত।পরিশেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধিএবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজমের বিমার শেফা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষমুনাজাত পরিচালনা করেন।