শারজায় বাংলাদেশী প্রতিষ্ঠান প্রেসটোল অটোমোবাইল এলএলসির শুভ উদ্ভোধন।

সাইফুল ইসলাম তালুকদার,আরব আমিরাতঃ ২৭ই জানুয়ারি শারজায় বাংলাদেশী প্রতিষ্ঠান প্রেসটোল অটোমোবাইল এলএলসির শুভ উদ্ভোধন করা হয়। সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশীদের নানা অপরাধের কারণে নতুন নিয়োগ ভিসা বন্ধ করে দিয়েছে। যা সাড়ে তিন বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত শ্রম বাজার খুলেনি। অথচ এই দেশটিতে বাংলাদেশীদের অনেক সুনাম ও দক্ষতা রয়েছে। কিন্তু তার পরেও কতিপয় বাংলাদেশীদের কারণে আজ সকল বাংলাদেশীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভিসা বন্ধ থাকায় বাংলাদেশী ব্যবসায়ীরা পাকিস্থান,নেপাল ও ভারত থেকে শ্রমিক আনতে বাধ্য হচ্ছেন। তবে খুবশীঘ্রই আমিরাতে ভিসা চালু হওয়ার পরিবেশ তৈরী হয়েছে। এই ক্ষেত্রে নানা অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহব্বান জানান সারজা শেখ পরিবারের সদস্য শেখ আহম্মেদ বিন মোহাম্মদ আল কাছিমি । তিনি আরো বলেন, খুব শীঘ্রই আমিরাতের এ শ্রম বাজার চালু হবে এবং আরব আমিরাতের স্থানীয়দের কাছে বাংলাদেশীদের ইমেজ আগের থেকে অনেকটা ইতিবাচক তাই এই নাজুক সময় পার করতে প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার আহববান জানান তিনি । সংয্ক্তু আরব আমিরাত শারজায় বি এম ডব্লিউ এলাকায় বাংলাদেশী প্রতিষ্ঠান প্রেসটোল অটোমোবাইল উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ আহব্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারজাহ শেখ পরিবারের সদস্য শেখ আহম্মেদ বিন মোহাম্মদ আল কাছিমি, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব মিজানুর রহমান,মোরামকো গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও দুবাই বিজনেজ কাউন্সিলের সহ-সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ রাজা মল্লিক,দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল,সংগঠক আল মামুন সরকার, ইসমাঈল গনি চৌধুরী,কাজী মোহাম্মদ আলী,সাইফুদ্দিন আহম্মেদ,ব্যবসায়ী লোকমান চৌধুরী,হাজী শরাফত আলী,মোহাম্মদ আজম খান,নুরুল আলম,নুরুল আবচার,আবদুল কাদের,আমিনুল ইসলাম এনাম,প্রকৌশলী আবু নাছের,ব্যবসায়ী মোহাম্মদ সেলিম,জহিরুল ইসলাম,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, শিবলি আল সাদিক,মাহাবুব হাসান হদয়,সিরাজুল হক,ওসমান চৌধুরী সহ প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ। উদ্ভোধন শেষে ড. আবদুস সালাম মোনাজাত পরিচালনা করেন।