শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা দন্ড

অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনায় ১০ হাজার টাকা অর্থদন্ড

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বেরকি গ্রামের কৃষি মাঠে ভেকু দিয়ে টপসয়েল কেটে কৃষিজমি ধ্বংস করে মাছের ঘের বানানো হচ্ছিল। গত সোমবার মাটি কাটার সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
এসময় মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে ঘুঘরচাপ গ্রামের মাটিখেকো হিসেবে পরিচিত মো. ইকবাল হোসেন (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।
এছাড়া একইদিন শাহরাস্তি পৌরসভারধীন দোয়াভাঙ্গা এলাকার বিসমিল্লাহ হোটেলে খুবই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং হোটেল ও রেস্তোরা লাইসেন্স না থাকার অপরাধে হোটেলের স্বত্বাধিকারী মো. এহতেশামুল (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

১৫ মে, ২০২৪।