হাইমচর ব্যুরো
হাইমচরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারির আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
এসময় তিনি বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী এ মেলার মাধ্যমে খামারি ও প্রাণিসম্পদের কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। যার সুফল হাইমচরের খামারিরা ভোগ করবে। খামারিরা যে কোন সমস্যা সমাধানের জন্য প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পথ সৃষ্টি হবে।
তিনি বলেন, সরকার খামারিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে। বিনা সুদে লোন দিচ্ছে আপনাদের। আপনারা সরকারের লোন নিয়ে গরু, ছাগল, হাস মোরগ কিংবা কবুতর লালন পালন করে সফল খামারি হন। যাতে করে আপনাদের দেখাদেখি যুবক ভাইরা খামারির প্রতি আকৃষ্ট হয়। একজন সফল খামারি হিসেবে নিজেকে গড়ে তুলে স্বাবলম্বী হতে পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। পিতার স্বপ্ন সুখি, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। যুবকরাই পারে তাদের পরিশ্রম মেধাকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এ যুবকদের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
শনিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলার বিআরডিবি অফিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফ আব্দুল কাদেরের পরিচালনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, চাঁদপুর প্রাণিসম্পদ ভেটেরেনারি সার্জেন হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, খামারি প্রদর্শনীদের পক্ষে মজিবুল্লাহ মানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
০৬ জুন, ২০২১।