মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। ভিন্ন ভিন্ন ধারায় হোটেল, মিষ্টির দোকান, ফলের দোকান ও আবাসিক হোটেলসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গণ উপদ্রব সৃষ্টি করায় হাজীগঞ্জ বাজারের শুভস্টার হোটেলকে নগদ ১ হাজার ও হাজি সুইটমিটকে ২ হাজার ও ওজনে প্রতারণায় করায় দেলোয়ার ফল বিতানকে ২শ’ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবাসিক হোটেলের রুম ভাড়াসহ হোটেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আলামিন আবাসিক হোটেলকে নগদ ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক ও সচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।