আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


অবকাঠামোগত উন্নয়নই নয় শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে
…………………শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরস্থ আক্কাছ আলী রেলওয়ে একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরকে আধুনিক ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সকবাই মিলে কাজ করে যাচ্ছি। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয় শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এখন একদিকে যেমন শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে পাশাপাশি শিক্ষার মানও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মতো করে বেড়ে উঠতে পারে সেটি আমাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে এই চাঁদপুর ও হাইমচরে শিক্ষা ক্ষাতে গত ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। যেসব কাজগুলো আমাদের এখনো বাকি রয়েছে সেগুলোও পর্যায়ক্রমে শেষ করা হবে।
তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অভিভাবকরা ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, শুধু জিপিএ ফাইভ পেলে হবে না। শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে উঠো এই দোয়া ও আশীর্বাদ করি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।
বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অতিথিবৃন্দ।