
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান, দেশখ্যাত কণ্ঠশিল্পী এসডি রুবেল আগামীকাল শুক্রবার চাঁদপুর আসছেন। এদিন চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন।
অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা ৬টা থেকে তাঁর একক সংগীত সন্ধ্যা শুরু হবে।
চাঁদপুরের এ গুণী কণ্ঠশিল্পীর মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপভোগ করার জন্যে চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।