সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থনে আতিকুর রহমান পাটওয়ারীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় ভিঙ্গুলিয়া বেগ স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আমির হোসেন রাড়ির সভাপতিত্বে এবং আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া খানের পরিচালনায় বক্তব্য রাখেন নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান পাটওয়ারী।
এসময় তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার কোন বিকল্প নেই। আমাদের অভিভাবক ডা. দীপু মনি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমাকে নৌকা এনে দিয়েছেন। এ নৌকা আপনাদেরই প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। আপনারা নৌকাকে বিজয়ী করবেন, আমি আপনাদের একটি মডেল ইউনিয়ন উপহার দিব।
তিনি বলেন, আমি বিগত দিনে আপনাদের সেবা দিয়ে আসছি। করোনাকালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণসহ অক্সিজেন সেবা দিয়ে এসেছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সাথে নিয়েই বেঁচে থাকতে চাই। আমি আপনাদের মাঝে ছিলাম, আছি এবং থাকবো।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খান জাহান আলী কালু পাটওয়ারী, হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, ইউপি সদস্য আলমগীর তহশিলদার, মো. এমরান হোসেন, স্থানীয় মো. আতিকুর রহমান মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মো. মজিব উল্লাহ মানিক, স্থানীয় বশির উল্লাহ পাটওয়ারী, বাবুল মিয়া রাড়ি, জসিম চকিদার, মিজান গাজী প্রমুখ।
১৪ ডিসেম্বর, ২০২১।