জমি সংক্রান্ত বিরোধে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে উত্তর রালদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ব্যবসায়ী তৈয়ব আলী হাজরাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগ থেকেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জানা যায়, আশিকাটি ইউনিয়নের উত্তর রালদিয়া গ্রামের হাজরা বাড়ির তৈয়ব আলী হাজরার সাথে একই বাড়ির মজিব হাজরা ও লিটন হাজরার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে গত ২৭ এপ্রিল বিকেলে মজিব হাজরা ও লিটন হাজার নেতৃত্বে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তৈয়ব আলী হাজরার উপর সন্ত্রাসী হামলা চালায়। তার ঘাড়ে ও মাথার বিভিন্ন স্পর্শকাতর স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে হত্যার চেষ্টা করা হয়। পিতাকে রক্ষা করতে যেয়ে তৈয়ব আলী হাজরার ছেলে মো. মহিব উল্যা হাজরাও আহত হয়েছেন।
ঘটনার পরপর’ই গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তৈয়ব আলী হাজরাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক ও সংকটাপন্ন দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাথে সাথেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তৈয়ব আলী হাজরা এলাকায় সমাজসেবার সাথে জড়িত থাকায় স্থানীয় লোকজন তার প্রতি সন্তুষ্ট। তার উপর এই হামলা এলাকাবাসী মেনে নিতে পারছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, তৈয়ব আলী হাজরা আগামি রমজানে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু এখন এ অবস্থায় আর যাওয়া হচ্ছে না।
এ ঘটনায় তৈয়ব আলী হাজরার ছেলে মো. মহিব উল্যা হাজরা বাদী হয়ে গত সোমবার চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এরা হচ্ছেন- মজিব হাজরা, লিটন হাজরা, খুকী হাজরা, তাছলিমা, আছমা বেগম ও মানিক হাজরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় এলাকার শত শত নারী-পুরুষ তৈয়ব আলী হাজরার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার বাদী মহিব উল্যা হাজরা অভিযোগ করেন, তার পিতার উপর হামলার পর তিনি মারা যেতে পারেন এমন আশঙ্কায় হামলাকারীরা নিজেরা নিজেদের বাড়ি-ঘর ভাংচুর করে পাল্টা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তিনি তার পিতাকে হত্যাচেষ্টার ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত হামলাকারীদের বক্তব্য নেয়ার চেষ্টা করেও এলাকায় তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।