সজীব খান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ৭টি প্রকল্পের মাধ্যমে ১৬ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এ বরাদ্দের বিপরীতে এ ৭টি প্রকল্পের জন্য শ্রমিক নির্ধারণ করা হয়েছে ২ শ’ ৯ জন। অধিদপ্তর থেকে ২০১৮ সালের ১০ নভেম্বর প্রথম প্রর্যায়ের ৪০ দিনের প্রকল্প অনুমোদন করা হয়। যা ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ রয়েছে।
আশিকাটিতে চলমান প্রকল্পগুলো হচ্ছে- ১নং ওয়ার্ড আশিকাটি গ্রাম, ২নং ওয়ার্ড হাপানীয়া, সেনগাঁও, পশ্চিম হোসেনপুর, দক্ষিণ রালদিয়া ও উত্তর রালদিয়া।
সরজমিনে গিয়ে দেখা গেছে, আশিকাটি ইউনিয়নে ৪০ দিনের প্রকল্পের কাজ যথানিয়মে চলছে। আশিকাটি ইউনিয়নের প্রতিটি প্রকল্পের কাজের ব্যাপক অগ্রগতি হয়েছে। এ নিয়ে এলাকাবাসী ও কাজের সন্তোষ প্রকাশ করেছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যান ও সচিব প্রতিনিয়ত কাজের মনিটরিং করে যাচ্ছেন। আশিকাটির অতিদরিদ্রদের জন্য প্রকল্পে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব সুলতান মাহমুদ প্রকল্পের সভাপতিদের কড়া নির্দেশনা দিয়েছেন।
আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, আশিকাটিতে সরকারের বেঁধে দেয়া নিয়মে প্রতিনিয়ত কাজ হচ্ছে। গ্রামীণ জনপদ উন্নয়নের জন্য সরকার ৪০ দিনের প্রকল্পের কাজ চালু করেছে। সে প্রকল্প যাতে সঠিক নিয়মে হয়, সেজন্য প্রতিটি প্রকল্পের সভাপতিদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা পিআইও সময় কাজের মনিটরিং করছে এবং কাজের খোঁজ-খবর নিচ্ছেন। এজন্য আশিকাটিতে কাজের অনিয়ম করার কোন সুযোগ নেই।