আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের আজ সাক্ষাৎকার


ইল্শেপাড় ডেস্ক
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়ন প্রত্যাশীদের আজ বুধবার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এর আগে গত সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি আসনে ৪৪ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁদপুর ৫টি আসনের বর্তমান মন্ত্রী-সাংসদদের বাইরে এবার যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা বেশিরভাগই বয়সে তরুণ।
গত সোমবার পর্যন্ত প্রতি আসনের বিপরীতে প্রায় ৯ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এরমধ্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ১৩ জন নেতা মনোনয়ন ফরম কিনেছেন এবং জমাও প্রদান করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত শুক্রবার থেকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। গত ৪ দিনে প্রায় সাড়ে ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানা যায়।
চাঁদপুরের ৫টি আসন থেকে নির্বাচনে অংশ নিতে ৪৪ জন নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৮ জন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা) আসনে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা) আসন থেকে প্রার্থী হতে ১৩ জন মনোনয়নপত্র কিনেছেন। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই চার দিনে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন অন্তঃত ১২ জন।