স্টাফ রিপোর্টার
ইলশে বাড়ী সামাজিক সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী মিয়াজী বাড়ী মসজিদে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলশে বাড়ী সামাজিক সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ-সম্পাদক এ কে আজাদ, সহ-সভাপতি আব্দুল মতিন আখন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আখন্দ, কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন (সুমন)।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান আখন্দ, মহসিন আহম্মদ পিন্টু, কাজী মো. ইউনুছ, আজিজুল ইসলাম সবুজ, তানভির আহম্মেদ, সদস্য মো. সবুজ গাজী, জাহাঙ্গীর খান, মো. রফিকুল ইসলাম শরীফ, আবুল বাসার, মোজাম্মেল আহম্মদ (অমি) সাজ্জাদ হোসেন, রাসেদ আখন্দ, শুক্কুর সরকার, মাসুদ গাজী, বাবু সরকারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আবুবকর সিদ্দিক (রা.) জামে মসজিদের খতিব মাও. মো. কামাল উদ্দিন।