আহসান হাবীব সুমন
করোনা মহামারী দ্বিতীয় সংক্রমণে কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্দেশনায় বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) সকালে তেতৈয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ ওয়ার্ডের ৫শ’ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রীর নগদ ৫শ’ টাকা করে বিতরণ করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের ট্যাগ অফিসার উপজেলা মৎস অফিসার জহিরুল ইসলাম, ইউপি সচিব মফিজুর রহমান, কচুয়া থানার এসআই দিদারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক আলমগীর হোসেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হালিম মেম্বার, মুজিবুল হক, গাজী ফখরুল ইসলাম মিন্টু, আলমগীর হোসেন, সোহরাব হোসেন, আমির হোসেন, ইসমাইল হোসেন, অলি সংরক্ষিত আসনের সদস্য রানু ও মাসুমা বেগম।
১১ মে, ২০২১।