স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার উত্তর-পশ্চিম তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল ৩টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী।
বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া নূর ফেরদাউসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার সফিউদ্দিন বন্দুকসি, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খন্দকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি স্বপন ডাক্তার, শিক্ষানুরাগী হাবিবুর রহমান খান, বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক ও উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক অমর চন্দ্র সাহা, সামছুন্নাহার, মাজেদা আক্তার, শিরিন আক্তার, হালিমা আক্তার সাথী, জান্নাতুল ফেরদাউস, অভিভাবকবৃন্দ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন খুশি তেমন সাজো এবং সকালে খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খন্দকার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম মুজিবুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
- Home
- প্রথম পাতা
- উত্তর-পশ্চিম তরপুরচন্ডী সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত