উন্নত ও টেকসই দেশ গঠনে আ.লীগকে আবারো নির্বাচিত করুন : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়া ব্যুরো:
কচুয়া উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গতকাল বৃহস্পতিবার কোটি টাকা ব্যয়ে ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এনায়েতপুর একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী গ্রাম। এ গ্রামের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। উপজেলার মধ্যে এ গ্রামকে অন্যতম মডেল গ্রামে রূপান্তর করতে সকল ধরনের উন্নয়ন করা হবে। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে দেশের মানুষের উন্নয়নের নির্বাচন। বঙ্গবন্ধু স্বপ্ন অনুযায়ী সোনার বাংলা গঠনে সংবিধান অনুসারে নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ভুট্টু ও ইউপি সদস্য ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী পাটোয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, আইএফআইসি ব্যাংকের ১ম ভাইস প্রেসিডেন্ট সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল ও ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল আলম স্বপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক মো. আলী আক্কাস তালুকদার, বিশিষ্ট ব্যাংকার ও দোজানা সপ্রাবি’র সভাপতি মো. ফরহাদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা গোলাম ফারুক ডন, হোসেন জিল্লুর রহমান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, দক্ষিণ আকানিয়া সপ্রাবি ও নলুয়া সপ্রাবি’র ভিত্তিপ্রস্তর উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
নলুয়া সপ্রাবি’র সমাবেশে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন নলুয়া সপ্রাবি’র সভাপতি মো. জাকির হোসেন ও আওয়ামী লীগ নেতা সোলাইমান মিয়াজী প্রমুখ।