হাইমচর প্রতিনিধি
উপজেলা প্রেসক্লাব হাইমচরের কার্যকরী পরিষদ নির্বাচন আগামি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন ১০ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি এম ফজলুর রহমান আকাশের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তারা। সভাপতি পদে দৈনিক চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মো. ফারুকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের হাইমচর প্রতিনিধি জিএম জহির ও দৈনিক চাঁদপুর সংবাদের হাইমচর প্রতিনিধি মো. মহসিন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় ও দৈনিক ইলশেপাড়ের হাইমচর প্রতিনিধি মো. সাহেদ হোসেন দিপু, দৈনিক চাঁদপুর কণ্ঠের হাইমচর প্রতিনিধি এসএম সাজ্জাদ হোসেন রনি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন মনোনয়ন ফরম জমা দেন।
প্রার্থীরা বলেন, প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। যিনি বিজয়ী হবেন সবাই তাকে সহযোগিতার মাধ্যমে সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নতি সাধন করার চেষ্টা করবো- ইনশাআল্লাহ।
১২ ডিসেম্বর, ২০২১।