যোগ্য সেই ব্যক্তি যে নেগেটিভ-পজিটিভ যাচাই করে কাজ করে
…….জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ
শাহ্ আলম খান
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যোগ্য সেই ব্যক্তি যে নেগেটিভ-পজিটিভ যাচাই করে কাজ করে। জামান খুবই দক্ষ একজন অফিসার, খুবই দায়িত্বশীলতার সাথে কাজ করেছে। জামানকে পেয়ে আমাদের অনেক ভালো হয়েছে।
বিদায়ী অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, জেলা প্রশাসক যদি অনুমোদন না দেয় তাহলে একজন এডিসি কাজ করতে পারেন না। আমি এদিক থেকে অনেক ভাগ্যবান। আমার কর্ম সময়ে ২ জন ডিসি আমাকে সব ধরনের সহায়তা করেছিলেন। করোনাকালীন সময় থেকে শুরু করে সবধরনের সহায়তা করেছে এ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। শুধু করোনাকালীন সময়েই নয় ‘মা ইলিশ’ রক্ষার ক্ষেত্রেও স্বেচ্ছাসেবকরা কাজ করেছে। এত দীর্ঘদিন সময়ে বাংলাদেশের কোথাও স্বেচ্ছাসেবকরা কাজ করেছি কিনা আমি জানা নেই।
তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, আমাকে যেভাবে ভালোবাসে আপনারা স্বেচ্ছাসেবকের কাজ করেছেন ভবিষ্যতেও আপনার জেলা প্রশাসনকে সহায়তা করবেন। আমি না থাকলেও আপনারা জেলা প্রশাসনের পাশে থাকবেন। ভালো কাজেও অনেক আনন্দ পাওয়া যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইমতিয়াজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদস্য ও জেলা বাপসা’র সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস রোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল।
স্বেচ্ছাসেবক দলের টিম লিডার ওমর ফারুকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান মানিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম রেজা, জাহিদুল হক মিলন, মো. মাইনুল ইসলাম, মো. ওয়াসিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক মাইনুল ইসলাম।
২৯ জুন, ২০২১।