রমজানের প্রথম দিনে ইফতার মাহফিলে
স্টাফ রিপোর্টার
মাহে রমজানের প্রথম দিনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের আয়োজনে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার শহরের চেয়ারম্যানঘাট এলাকার বায়তুল আমান জামে মসজিদের ৩য় তলায় ও দারুস সুন্নাত আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের নিয়ে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের দোয়ার আগে অ্যাড. সেলিম আকবর তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা যেন সবসময় আমাদের এতিমদের পাশে থাকার সুযোগ দেন। সমাজের যারা বিত্তবান আছেন সবাই যদি এতিমদের খোঁজ-খবর রাখেন তাহলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারে।
তিনি আরো বলেন, এ দেশের অনেক ছেলে-মেয়েদের আছে যাদের বাবা-মা নেই। আবার কারও বাবা আছে, কিন্তু মা নেই। তাদের লেখাপড়াসহ সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হওয়াসহ তাদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর সেজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিত্তবানসহ সবাইকে এতিমদের জন্য সহযোগিতার আহ্বান জানান।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. শেখ আবু সালেহ, অ্যাড. মো. ইউছুফ, অ্যাড. মাইনুল ইসলাম, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. মোজাহিদুল ইসলাম সাদ্দাম, সাংবাদিক শওকত আলী, মুসল্লিসহ স্থানীয় এলাকাবাসী।