কচুয়ায় পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু

সাইফুল মিজান
কচুয়ায় পানিতে ডুবে জমজ ২ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজী সুজাইদ রহমান ও কাজী তোহেরা আক্তার। তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান এবং পাশর্^বর্তী বড়ইয়া-কৃষ্ণপুর রেনেসাঁ আইডিয়াল একাডেমীতে নার্সারীতে অধ্যয়নরত ছিলো।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া জানান, জমজ শিশু দু’টি সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়িসংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিকভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায়। এসময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। জমজ দুই ভাই-বোনের করুণ মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত দুই ভাই-বোনের বাবা প্রবাসী কাজী সালাউদ্দিন মঙ্গলবার দেশে ফিরলে জানাযা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

০৯ মে, ২০২৩।