কচুয়ায় প্রচণ্ড গরমে মাথা ঘুরে পড়ে গেলেন শিক্ষক

স্টাফ রিপোর্টার
কচুয়ায় ক্লাসে যাওয়ার সময় প্রচণ্ড গরমে করিডোরে অসুস্থ হয়ে পড়ে গেছেন সোনিয়া আক্তার (২৮) নামের এক মাদরাসা শিক্ষক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ডিএস আলিম মাদরাসায় এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার ওই মাদরাসা শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার অধ্যক্ষ মাও. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, দুপুর ১২টায় মাদরাসার অফিস কক্ষ থেকে বের হয়ে ক্লাসে যাওয়ার সময় মাথা ঘুরে করিডরে পড়ে যান শিক্ষক সোনিয়া আক্তার। অন্য শিক্ষকরা দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে ওই শিক্ষকের ডিহাইড্রেশন হয়েছে। তার চিকিৎসা চলছে।

৩০ এপ্রিল, ২০২৪।