আহসান হাবীব সুমন
কচুয়া ভয়াবহ অগ্নিকা-ে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার তেতৈয়া গ্রামের নয়াবাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণ ও আসবাবপত্রসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।
জানা গেছে, গতকাল সোমবার সকালে বৈদ্যুতিক লোডশেডিংয়ের কারণে মিটার বাস্ট হয়ে বসতঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসলেও সরু রাস্তার কারণে নির্ধারিত স্থানে গাড়ি পৌঁছতে পারেনি। এসময় এলাকাবাসী সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে থাকা প্রয়োজনীয় কাগজ-পত্র, ১ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
- Home
- প্রথম পাতা
- কচুয়ার অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
Post navigation

