শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৮ জন
কচুয়া ব্যুরো
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসসহ ৮জন জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়ের এ সাফল্যজনক ফলাফলের সংবাদ পেয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। এবারের এসএসসি পরীক্ষায় মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় থেকে ১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই সফলতার সাথে পাস করে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের বিদ্যালয়ের দক্ষ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও সচেতন অভিবাভকদের নিরলস পরিশ্রমের ফলে আজকের এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যাক্তিগত সহকারী রাজীব আহম্মেদ রাজু বলেন, আমি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যালয়ের ভাল ফলাফলের জন্য পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষকদের সাথে নিয়ে কাজ করে আসছি। বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান, বিদ্যালয়ে ছাত্রাবাসের ব্যবস্থা, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শিক্ষা সফরের ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের যোগ্য ও মেধাবী করে গড়ে তুলতে কাজ করে আসছি। আজকের ফলাফলের পর বলতে পাড়ি আমাদের সবার পরিশ্রম স্বার্থক হয়েছে। সবার প্রচেষ্টায় আগামিতে আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমার বিশ্বাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, বিদ্যালয়ের সফলতার জন্য আমি পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। বিশেষ করে শিক্ষকমন্ডলীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে শতভাগ পাসসহ ৮জন জিপিএ-৫ অর্জন করতে পেরেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে করে আগামিতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারে।