
নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়
——-ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
কচুয়া ব্যুরো : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগের আমলেই দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী এদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ড. মহীউদ্দীন খান আলমগীর গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে আয়মা, তেগুরিয়া ও শাসনখোলা গ্রামের ৪১৭টি নতুন পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে দেশ জিতবে তাই উন্নয়নের সরকারকে সমর্থন দেয়া আপনাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি এই কচুয়া উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আমাকে আবারো নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, আয়মা তেগুরিয়া গ্রামের অধিবাসী সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক আমির হোসেন পাঠান আমার একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। আমি তার মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। তিনি এ এলাকার উন্নয়নে স্বপ্ন দেখতেন। তার স্বপ্ন বাস্তবে রূপদান করতে শাসনখোলা, আয়মা ও তেগুরিয়া গ্রামের অসমাপ্ত কাজ সম্পন্ন করে তার স্বপ্ন বাস্তবায়ন করা হবে।
কাদলা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রত্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. সফিকুল ইসলাম পাঠান স্বপন, উপজেলা মহিলা লীগের সম্পাদিকা তাছলিমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদিকা কাজল রেখা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ছফিউল্যাহ সফি, সাধারণ সম্পাদক হামিদ খানসহ দলীয় কয়েক হাজার নেতাকর্মী।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছ মেলেটারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন, সহ-সভাপতি কাউছার মিয়াজী, আওয়ামী লীগ নেতা শহীদ উল্যাহ তালুকদার, তাজুল ইসলাম প্রধানীয়া, যুবলীগ নেতা সবুজ ফরাজী, ছাত্রলীগ নেতা মনির হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ।
বিকেলে শাসনখোলা গ্রামে জনসভা উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মহীউদ্দীন খান আলমগীর এমপির বিজয় সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান নিয়ে জনসভায় হাজির হয়। এসময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।