কচুয়ার সাচার রথযাত্রা উদ্বোধন

বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির মডেল ……..সুজিত রায় নন্দী

আহসান হাবীব সুমন
কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ সাম্প্রাদায়িক শক্তির মডেল। ধর্ম যার যার উৎসব সবার। সাচারের রথ যাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একার উৎসব নয়। এ রথযাত্রা অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সুজিত রায় নন্দী গত বৃহস্পতিবার কচুয়ার সাচারের ১৫২তম রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাচার জগন্নাথ ধাম পূজা উদযাপন ও সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রুমন দে, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, পৌর মেয়র নাজমুল আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালিউল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষন মজুমদার, রথ উদযাপন কমিটির সভাপতি হারাধন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুখদেব, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিন্নত আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবির প্রমুখ।
আলোচনা শেষে অর্ধ লক্ষাধিক ভক্তবৃন্দের রথটানার মাধ্যমে রথযাত্রা অনুষ্ঠানের সূচনা হয়।

৭ জুলাই, ২০১৯।