কচুয়ায় অবৈধ ড্রেজার মালিকের ১ মাসের কারাদন্ড

বালু উত্তোলনের দায়ে

স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের বড়িগাঁও গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
জানা যায়, দির্ঘদিন যাবৎ ড্রেজার মালিক ইসহাক বড়িগাঁও গ্রামের বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। যার কারণে আশে-পাশের জমিগুলো ঝুঁকিতে ছিল। গত সোমবার এলাকাবাসী দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নম্বরে কল দিয়ে অভিযোগ দিলে মঙ্গলবার দুদকের টিম বিষয়টি তদন্ত করে।
ওই দিন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামনি কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, দুদক টিম, থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামনি মাটি ও বালু উত্তোলন আইন ২০১০ এ ড্রেজার মালিক পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার ইসমাইল ভূঁইয়ার ছেলে মো. ইসহাক (৫৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং ড্রেজারের কিছু মালামাল জব্দ করে বাকি গুলো ভেঙ্গে ব্যবহার অনুপযোগী করা হয়।