কচুয়ায় ইয়াবাসহ শিশু মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার
কচুয়ায় ইয়াবাসহ সুজন (১২) নামে এক শিশু মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা গ্রাম থেকে কাদের উল্লার ছেলে সুজনকে ৯৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গত মঙ্গলবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালি উল্লাহ অলী জানান, শিশু সুজনকে দিয়ে এলাকার একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবত মাদক বিক্রির কাজে ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এই শিশু মাদক বিক্রেতাকে আটক করে।

৪ জুলাই, ২০১৯।