আহসান হাবীব সুমন
প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি, পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্বতি নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আলমগীর তালুকদার, মেডিকেল অফিসার ডা. সূর্বনা রায় তুলি, সাংবাদিক রাকিবুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী ইমাম হোসেন, সাগর সরকার ও কর্মী মো. হোসাইন আহমেদ প্রমুখ।
পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।

