মাদক ব্যবসায়ীর হামলায়
স্টাফ রিপোর্টার
কচুয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্যসহ ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
থানায় এজাহার মর্মে জানা গেছে, মাদক ব্যবসায়ী আলোচিত হেলাল হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান সোহাগের নেতৃত্বে খাজুরিয়া লক্ষীপুর বাজারের মাসুদের দোকানের সামনে রাস্তার উপর গত বৃহস্পতিবার রাতে সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মফিজুল ইসলামসহ ৬/৭ জন অতর্কিত হামলার শিকার হন। ওই সময় সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রাম থেকে জানাজা শেষে ফেরার সময় মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র দা, লাঠি সোটা দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে খাজুরিয়া লক্ষীপুর গ্রামের মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম ও মো. শাকিল সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মোস্তাকিম হোসেন মিরাজ ও ইমাম হোসেন আহত হলে রাতেই ৫ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলামের ছেলে ইমান হোসেন বাদী হয়ে খাজুরিয়া গ্রামের সামসুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ, মতিউর রহমান, মৃত জুনাব আলীরর ছেলে সামসুর রহমান, একই গ্রামের মো. হাছান, মো. খালাসি শাহজাহান, মতিউর রহমান তুহিন, গোহট গ্রামের লিমন ও ওই এলাকার জুয়েল এবং মিলনসহ ৮ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল খাজুরিয়া লক্ষীপুর গ্রামের পলাশপুর নামক স্থানে জনতা কর্তৃক লক্ষীপুর গ্রামের রিপন হোসেন, গোবিন্দপুর গ্রামের খোরশেদ, গোহট গ্রামের নুরুল ইসলাম নুুরু তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আটক ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চাঁদপুরের আদালতে প্রেরণ করে। ওই মাদক ব্যবসায়ীরা জামিনে এসে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধভাবে মফিজুল ইসলাম মেম্বারসহ অন্যান্যদের উপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ বলেন, সংবাদ পেয়ে রাত থেকেই হামলাকারীদের গ্রেফতারের প্রক্রিয়া ও ঘটনার তদন্ত চলছে।