কচুয়া ব্যুরো
কচুয়ায় কীটনাশকে তারেক (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে ওই কৃষককে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।
উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের আবু সুফিয়ানের ছেলে তারেক গত রোববার তার উত্তর বিলে ইরি ধানের ফসলি জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে ওইদিন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় কৃষকরা জানান, কচুয়ায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধ কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিষিদ্ধ কীটনাশক কৃষকের কাছে সরবরাহ করছে। ফলে একদিকে কৃষক প্রতারিত হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব জানান, যেসব অসাধু ব্যবসায়ী বালাইনাশক কোম্পানীর প্রত্যয়নপত্র ছাড়া ও রেজিস্ট্রেশনবিহীন কীটনাশক বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
- Home
- প্রথম পাতা
- কচুয়ায় কীটনাশকে কৃষকের মৃত্যু
Post navigation

