কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার খিলা গ্রামের হাবিবের দোকান সংলগ্ন এলাকায় সোমবার মধ্য রাতে রাকিব অটো সিএনজি মার্ট এন্ড গ্যাস হাউজের গোডাউনে কৌশলে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে গোডাউনে থাকা সাদা পিকআপ (যার নং-সিলেট-ছ-১১-১৪২৯), শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার ও টিন পুড়ে বিনষ্ট হয়ে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ধারাণা করা হচ্ছে।
দোকান মালিক মো. সোহাগ মিয়া ও ওয়াসিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আমাদের টিনসেড গোডাউনের পূর্ব পাশের ছিদ্র দিয়ে পেট্রোল দিয়ে গোডাউনটি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে অল্পের জন্য মারাত্মক ক্ষতিসাধন থেকে রক্ষা পায় আশপাশের বসবাসকারীরা।
এ ঘটনায় খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে কচুয়া থানার এসআই কাজী হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
- Home
- প্রথম পাতা
- কচুয়ায় গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা
Post navigation

