কচুয়ায় জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের স্বচ্ছতা,জবাবদিহীতা ও সক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃৃৃৃৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (এলজিএসপি) এস.এম.শাহরিয়ার রহমান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (গ্রাম আদালত) নিকোলাস বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দেসহ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও হিসাব সহকারীরা।