কচুয়ায় ড. জালাল আলমগীর শুভর মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়া ব্যুরো
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র বড় ছেলে বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জালাল আলমগীর শুভর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার প্রয়াত ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের উদ্যোগে কচুয়া উপজেলার ইসলামপুর পাঠাগারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ড. জালাল আলমগীর পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, মরহুম ড. জালাল আলমগীর একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি কচুয়া তথা দেশের একজন সূর্য সন্তান ছিলেন। তিনি বেঁচে থাকলে কচুয়াবাসীর অনেক স্বপ্নপূরণ হতো। আমি মনে করি, এ মহান ব্যক্তি ড. জালাল আলমগীর শুভর মত গুণী ব্যক্তির নামে পাঠাগার নির্মাণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা তার অকালে চলে যাওয়ায় জান্নাতময় জীবন কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, কহলথুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইয়াকুব আলী, বিশিষ্ট শিল্পপতি মো. বাচ্চু মিয়া প্রধান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন মজুমদার, চাপাতলি লতিফিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মনিরুজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চাপাতলি লতিফিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ আলী।
উল্লেখ্য, ২০১১ সালের ৩ ডিসেম্বর বিকেলে থাইল্যান্ডের ব্যাংকক সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দেশের তরুণ এ সূর্য সন্তান ড. জালাল আলমগীর শুভ অকালে মৃত্যুবরণ করেন।